STORYMIRROR

Ahana Pradhan

Fantasy Children

3  

Ahana Pradhan

Fantasy Children

বৃষ্টিবেলা

বৃষ্টিবেলা

1 min
182

ঝমঝমালো জলবর্ষণ মেঘের বাড়ি হতে


ধরার পরে পড়ছে এসে গাছগাছালির পাতে,


জামগাছেতে, কুলগাছেতে, কদলীর গাছটিতে,


শ্রাবণ মাসের বাদলধারা গড়িয়ে যেতে যেতে


ভিজিয়ে দিল ডালের ফাঁকে আটকা ঘুড়ির ফিতে।


কাকভেজানো ভেজা কাকটা গাছের ডালের খাতে


ঠকঠকিয়ে কাঁপছে বসে শীতল বাদল বাতে,


জল থইথই বৃষ্টি বেলায় জনমানুষে পথে


দৌড়ে চলে মাথার উপর ছাতাটা নিতে নিতে,


কেউবা দাঁড়ায় পথের পাশের দোকানবারান্দাতে।


আস্তে আস্তে বৃষ্টি এখন অল্প হতে হতে


ইলিশে গুঁড়ির মতন এবার হয়ে গেছে রূপটিতে,


স্থির থাকা ভিড় অস্থির হলো , নামলো সবাই পথে;


বাদল হওয়ায় গাছের নাচন মন্দ হতে হতে,


ভেজা কাকটা ঝটপটিয়ে উড়ে গেল বুক চিতে।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy