বর্ষার প্রেমে
বর্ষার প্রেমে
মাঝে মাঝে বারান্দায় এসে ;
উঁকি দেয় বৈশাখী বর্ষা ,
পরকীয়া করি হেসে হেসে ;
কাজরীর রং ভারি ফর্সা ।
ক'ফোঁটা চোখের জল ফেলেছ ;
মাটিতে তার উষ্ণ বক্ষে ,
হৃদয়ে যে জলটুকু ঢেলেছ ;
আর্দ্রতা আনে নাই চক্ষে ।
এ' কেমন পরকীয়া করি ;
গুম হওয়া বৈশাখী সন্ধ্যায় !
ঝড় চেনে বর্ষাকে ঝড়ই ;
ফুল আসে রজনীগন্ধায় ।
আজ থাক বর্ষার কথা ;
গ্রীষ্মের দাহে নয় জ্বলি ,
মেঘ যেন বিরহের ব্যথা,
কোন এক বিষণ্ণ পদাবলী।
বর্ষার কথা আজ থাক ;
জৈষ্ঠ্যের তরু তলে একা,
ছায়া তার জানালায় যাক ;
শেষ হয়নি এই লেখা ।
সাগরের যত নীল দিয়ে ;
ঢেকে দেয় আকাশের অঙ্গ
জোড়া জোড়া পাখনা নিয়ে ;
উড়ে যায় বিবিধ বিহঙ্গ ।
পাখিদের কথা তবু থাক ;
ফিরে আসি বর্ষার গানে ,
রিমঝিম সুর শোনা যাক ;
চেয়ে থাক তৃষিত নয়ানে ।
কাগজ কলম নিয়ে বসি ;
লিখব বর্ষা নিয়ে গান ,
কড়া রোদ ঢাকে মুখশশী ;
প্রতিশোধের এই কি প্রতিদান ?
