বর্ষ বরণে
বর্ষ বরণে
আশা নিরাশার দ্বন্দ্ব ছেড়ে,
পুরোনো বর্ষে অতীত করে,
নবীন প্রাণেতে আলোক ভরে,
শুরু হোক এগিয়ে চলার পালা |
ব্যর্থ প্রাণের কলুষ সরায়ে,
বিশুদ্ধতায় হৃদয় ভরায়ে,
মলিনতার কালিমা ঘুচায়ে,
নববর্ষে প্রস্ফুটিত বিজয় কলির মালা |
উন্নত করো মুন্সিয়ানা,
স্বত্ত্বা জাগুক করি প্রার্থনা,
জাগরুক হোক বাঙালিয়ানা,
বাঙালীত্ত্ব মান্যতা পাক সংস্কৃতির জোরে |
নতুন প্রভাতে আশার আলো,
দূরীভূত হোক আঁধার কালো,
মন্দ ভুলে হোক না ভালো,
বাঙালি আবার মর্য্যাদা পাক বিশ্বের দরবারে |
জীর্ণ, ক্লান্ত রাত্রি শেষে,
রবির কিরণে মোহময় বেশে,
সোনালী আভার সবুজের দেশে,
আলোকেরই ঝর্ণাধারায় উজ্জ্বল চরাচরে |
পুলকিত হোক পত্র পুষ্পে,
শিহরণে নত হরিৎ শষ্পে,
দূরীভূত করি মলিন বাস্পে,
নতুন প্রভাতে বন্দনা গীত বাজুক বিহগ সুরে |
ধনী গরিব নির্বিশেষে,
একে অন্যের থেকে পাশে,
প্রেরণায় বাড়ে মনের আশে,
কল্লোলিত হৃদয় হাসুক দূর দিগন্ত জুড়ে |
দীনে দয়া হোক পরম ধর্ম,
উন্নীত করো আপন কর্ম,
সরিয়ে রেখে অহং ধর্ম,
জয়ের বার্তা ছড়িয়ে দিও প্রেমের সংসারে |
