বর্জন করি দ্বেষ :::
বর্জন করি দ্বেষ :::


আমি অর্জন করিনি তাকে
তবে বর্জন ও করতে পারিনা
কারণ এটা আমি জন্মসূত্রে পেয়েছি
আমার পূর্বপুরুষের গ্রহণ বা অর্জনের ফল
তাই ধর্ম আমার একান্ত আমার ....
আমার শিরা উপশিরা, স্নায়ুতন্ত্র
আর মস্তিষ্কে গেঁথে আছে ---
আমি সযত্নে তাকে লালন করি
নিজের মতো করে ।
তুমি কেন দাঁত মুখ খিঁচিয়ে
বিদ্রুপ করো আমাকে ?
আমিতো তোমাকে
বা তোমার বিশ্বাসকে বিদ্রূপ করিনা
সহাবস্থান, সহবত, ও সহমর্মিতা
আমার ধর্মীয় শিক্ষা
যতটা জানি, তোমার ধর্ম ও তাই শেখায়
তবে কেন তুমি ধর্মীয়
অশিক্ষিতর রয়ে গেলে ?!
তুমিও ওটা অর্জন করো নি,
তোমারও বংশানুক্রমিক পাওয়া সত্ত্বা
তাকে রক্ষা করতে শেখো
লড়াই করে নয়, ভালোবেসে --
অন্যের রক্তে তোমার আরাধ্য
বিরক্ত হবেন বিগলিত নয় ।
তোমাকে অভিশাপ দিয়ে
ধ্বংস করবেন নিশ্চয়ই --
কারণ সবই স্রষ্টার সৃষ্টি
তুমি অথবা আমি ---।।
এসো ভুল সংশোধন করো
হাতে রাখ হাত -----।।