STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance Others

3  

Nityananda Banerjee

Comedy Romance Others

বনপলাশীর পদাবলী

বনপলাশীর পদাবলী

1 min
147


ও ফাগুন বউ আগুন নিয়ে করছ কেন খেলা ,

ওই দেখ না বন-বিতানে পলাশ ফুলের মেলা।

আসছে হোলি মন রাঙাতে গুলাল নিয়ে হাতে,

নন্দদুলাল খেলবে গুলাল রাই-দুলালীর সাথে।

আসবে না কি ফাগুন বউ বুকে আগুন নিয়ে ?

খেলব হোলি তোমায় আমায় কাবনপলাশী দিয়ে।

শিমুল তলায় দুপুর বেলায় ভিজিয়ে দেব চুল,

ও ফাগুন বউ, আমার হবে ভাঙিয়ে মনের ভুল?

করব অনেক আদর তোমায় বুকের ভালবাসায়,

থাকবে সকল সময় পাশে কালটবে আশায়।

ন্যাড়া গাছে টেরা চোখে চাইবে আমার পানে,

ভরিয়ে দেব জগৎ তোমার ভালবাসার গানে।

ও ফাগুন বউ, আয় না কাছে, গন্ধমাখা গায়,

ফাগুন বউয়ের রূপের কাছে হার মেনেছি হায়!

সকাল বিকেল কোন ফাঁকে যায় বন্ধঘরে একা,

ও ফাগুন বউ আসবে তুমি, পাব কি আবার দেখা!!

আসবে যদি আমার দ্বারে অলস সে কোন বেলায়,

না হয় তোমায় আনব তুলে আমার মনের ভেলায়।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy