STORYMIRROR

DEBA MONDAL

Romance Tragedy Inspirational

4  

DEBA MONDAL

Romance Tragedy Inspirational

বন্ধু

বন্ধু

1 min
253

                 বন্ধু 

              কলমে-দেবা 


বন্ধু ,কথাটা খুবই ছোট্ট -

তল সুগভীর মহাসাগরের ন্যায় অদৃষ্টমান !

আমি কোন ঐতিহাসিক নই -

কিন্তু একটা ইতিহাস রচনা করতে চাই ,

তুই কি আমার কাহিনীর সম্ভার হবি ?

যদি কখনও ঘন তিমিরে হারিয়ে যাই

আমার লোচনে আলোর বিন্দু ছড়িয়ে দিস ।

পার্থিব কোন অপশক্তির ক্ষমতা নেই -

যে তোকে গ্রাস করবে ; 

মনে রাখিস আমি তোর সারথী !

আমি যে বড়ই একা বন্ধু -

তুই কি আমার এক পশলা 

অনুভূতি হতে পারবি ? 

যদি কখনও হারিয়ে যাস ধূ ধূ মরীচিকায় ;

ভয় পাসনা বন্ধু -,

আমি দাঁড়িয়ে থাকবো দিগন্তে রবির ন্যায় !

বড়ই ধূসর গদ্যময় এই রঙ বদলের পৃথিবী ,

তুই কি আমার জীবনের ছন্দা হতে পারবি ?

যখন ফ্যাকাসে রঙ -

তোর রঙিন জীবনকে ঘিরে ধরবে ,

তোর আঁখিতে যেন জল না আসে , 

ভুলে যাসনা বন্ধু -

আমি রামধনু হয়ে সাত রঙে 

তোর জীবন রাঙিয়ে তুলবো !

ধীরে ধীরে মৃত্যু আমাকে 

হাতছানি দিয়ে ডাকছে ,

তুই কি আমাকে দিতে পারিস -

এক ফোঁটা অমৃত নতুবা বিষ ?????

😢😢😢😢😢😢😢😢😢😢😢



Rate this content
Log in

Similar bengali poem from Romance