বঁধু এলে না
বঁধু এলে না


জীবন ভরে ব্যাকুল হলাম
তোমায় পেলাম না,
আশায় আশায় বেলা শেষে
ব্যথার গাঙে বন্যা আসে
বঁধু এলে না।
মনের মানুষ কোথায় থাকে
খুঁজে পেলাম না,
বন্ধ চোখে আভাস পেলেও
চোখ মেলে আর
কোথাও দেখি না।
চোখের জল চোখে শুকায়
কাঁদতে পারি না,
সারাজীবন খুঁজেও কি
এই জীবনে
তোমায় পাবো না!
তোমার আমার মিলন হলে,
রাই কিশোরী কানাই দোলে!
কুঞ্জবনে দোলনা দোলে
প্রাণ পাপিয়া পিয়া পিয়া
তোমায় পেলাম না!
জানি আমায় বসত করো,
বুকে সুরের ঢেউ তোলো,
বুক ফেটে যায় বঁধু তুমি
দেখা দিলে না!
এই জীবনে তোমার আমার
মিলন হলো না!