STORYMIRROR

Manik Goswami

Inspirational Others

3  

Manik Goswami

Inspirational Others

বিশ্বাস জেগে রয়

বিশ্বাস জেগে রয়

1 min
156


প্রাচীন কালের মায়েরা ছিলেন দেবীর প্রতিমূর্তি,

বিনয়ী, নম্র, সহনশীল, স্বচ্ছ মনেতে ফুর্তি |

পর্দানসীন হয়েও তারা ছিলেন বুদ্ধিমতী,

ভগবানে বিশ্বাস ছিল, সংসারে ছিল মতি |

বিচার কিংবা বিবেচনায় শুদ্ধচিত্ত তারা,

নিষ্ঠা ভরেই মেনে চলতেন সামাজিক সব ধারা |

মমতাময়ী মায়ের গর্ব গর্ভের সন্তানে,

জন্ম দিয়েছেন কত মনীষীর, প্রেরণা এনেছে প্রাণে |

সৎ শিক্ষায়, বিনম্রতায়, শিষ্টাচারী হয়ে,

উজল করেছে দেশের সুনাম, রুধেছে অবক্ষয়ে |

আমরা জানি বৃক্ষকে তার ফলের পরিচয়ে,

কৃতি সন্তানের কৃতিত্ব বাড়ে পেয়ে বরেণ্য মায়ে |


পথভ্রষ্ট আমরা এখন নীতির বিরোধিতায়,

জ্ঞান, গৌরব লুপ্ত করে হারিয়েছি মহিমায় |

আশা তবু রাখি মনের মাঝে নব্য যুগের মা,

বাড়াবে বুদ্ধি, শিক্ষা-দীক্ষা, প্রজন্মের গরিমা |

আবার পাবো নবজাগরণে মহা মনীষীর দেখা,

স্বপ্ন সফল করিবে মায়ের ভবিষ্যৎ রূপরেখা |


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational