বিশ্ব মহামারিকে " কোরোনা " বিশ্বাস
বিশ্ব মহামারিকে " কোরোনা " বিশ্বাস


ঢুকেছে যখন ছড়াবেও তাই,
তাও কেনো ওকে আটকাতে ভুলে যাই,
বাইরে থেকে ঢুকতে এলে, ঢুকতে নাহি দাও,
তাকে ঘর থেকে বিদায় করে দাও,
মহামারী বিশ্বের খালি ভুলে যাও,
তাই তো হঠাৎ করে মাস্ক এ হাত দাও,
স্যানিটাইজার দাও, বেতার এ মন দাও,
মজার সাথে ঘরে থেকে কল্পনায় বেরাও,
<
strong>চিত্ত টা চঞ্চলে তাইতো না ভাই,
সকালে করব টা কি টা রাতে ভুলে যাই,
মহামারীর সময়ে সব ই চুপচাপ,
ছুটে আসবে না কেও আর ভেঙে গেলেও কাপ,
সময়ের দাম সময়কে দাও ,
মোবাইল ছাড়াও গল্পবই হাতে তুলে নাও
আমিও যাও ,পড়তে বসি ভাই
আজকাল শুধু ঘুমিয়েই খাই, গুডবাই..