বিদ্রোহী এসো ফিরে
বিদ্রোহী এসো ফিরে


মুক্ত কন্ঠে তুমি গেয়ে সাম্যপ্রীতির গান,
" একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান";
সেদিন করেছিলে বাঙালীকে নব জীবন দান,
আজও কাঁদে তোমার জন্য বাঙালীর প্রাণ।
অগ্নিবীণা- বিষের বাঁশি গাইল বুলবুল গান,
চেতনার জোয়ারে ভরে উঠলো তরুণ প্রাণ,
বাঙালীর রক্তে হোল বিদ্রোহের বীজ বপন;
লৌহকপাট ভাঙতে আগুয়ান হোল নজোয়ান।
কোথায় আছো আজ তুমি বিদ্রোহের দেবতা?
কোথায় আছো আজ তুমি দরিদ্রের দেবতা?
অত্যাচার দুর্নীতির কালো মেঘ ঢেকেছে আকাশ,
স্বাধীনতার খোলসে আজ পরাধীনতার নাগপাশ।
হে কবি! এসো ফিরে নাও কাঁধে সমাজের ভার,
বলো বলো আবার দীপ্ত কন্ঠে কান্ডারী হুশিয়ার;
ভেদাভেদ ভুলে মন দীক্ষিত হোক সাম্যের মন্ত্রে;
তুমি ফোটাও সমাজে আবার দুটি ফুল একই বৃন্তে।