বিধির বিধান
বিধির বিধান
1 min
907
যুগে যুগে যখন সীমা ছাড়ায় দানবের অত্যাচার,
তখনই পরমেশ্বর আবির্ভূত হন ধরাধামে,
সৃষ্টি হয় অবতার।
আজ যখন চারিদিকে শকুনরূপী তোষামোদকারীদের শিৎকার
আর সংখ্যালঘু তোষণ,
আর সৎ সাহসীদের ওপর সাম্রাজ্যবাদী শক্তির মানসিক আর শারীরিক অত্যাচার
সাধারণ আদর্শবাদী মানুষের ওপর সুযোগসন্ধানীদের
নগ্ন নিপীড়ন
তখন কবির বলিষ্ঠ কলমে ধ্বনিত হোক প্রতিকার।।