ভয়ঙ্কর সুন্দর
ভয়ঙ্কর সুন্দর
আমি রূপসী বাংলার কবি নই যে-
আমার বনলতাকে নিয়ে কবিতা লিখব।
আমি বিশ্বকবি কিংবা বিদ্রোহীও নই যে-
আমার প্রিয়াকে নিয়ে গান লিখব।
আমি সাধারণ একজন মানুষ,
তাইতো আমি-
খুব সাধারণ ভাবে
অতি সাধারণ ভাষায়
মাথার চিলেকোঠায় লুকিয়ে থাকা
মনের অসাধারণ অনুভূতি গুলো-
ব্যক্ত করতে বড় ভালবাসি।
আমার প্রিয়া-
আমার বনলতা-
অসম্ভব সুন্দরের আবেশে,
ভয়ঙ্কর ভালোলাগার বাঁধনে,
আমাকে নিরবচ্ছিন্ন ভাবে-
জড়িয়ে রাখে দিবা-রাতে।
স্বপ্ন-কল্পনা মিশিয়ে আমার দিকে
দুষ্টু দুষ্টু চোখে তাকিয়ে
মিষ্টি করে হাসে।
অপূর্ব মায়াময় সে চাহনি,
হৃদয়ের গভীরে-
মনের মন্দিরে-
এ যেন পূর্ণিমা চাঁদের
এক টুকরো উজ্জ্বল আলোক ছটা।
সুশীতল সে চাহনিতে,
যেন লুকিয়ে আছে সব ভালবাসা।
ওটা যেন ক্ষণে ক্ষণে-
আমার বুকের ভিতরের হৃদয়টাকে
পরখ করে দেখে।
আমি ভেবে পাই না-
ঐ চাহনির মাঝে
এ কেমন অনুভূতি।
অদ্ভুত! সুন্দর-
ভয়ঙ্কর সুন্দর।
কিংবা তার চেয়েও বেশি।

