ভয়
ভয়
জানো তো খুব ভয় হয় আমার,
যদি কখনো তুমি হারিয়ে যাও।
আমার মতোই ভালোবাসবে তোমায়,
কখনো এমন কাউকে যদি পাও!
আমার এতদিনের অভ্যাস ভেঙে,
এই প্রথম কেউ রেখেছিল যত্ন।
হাত ধরে বাঁচতে শিখিয়েছিল কেউ,
দেখতে শিখিয়েছিল হাজার নতুন স্বপ্ন।
তোমার ছোয়ায় রঙিন হয়েছি আমি,
রঙিন হয়েছিলো সাদাকালো এই জীবন,
অচেনা এই স্বার্থপর দেশে,
করেছিলাম শুধু তোমাকেই এত আপন।
এসব কিছুর দাম টা শুধু দিও,
বেশি কিছু আর আমি চাইবো না।
শুধু যদি একটু ভালোবাসতে পারো,
না দিলেও কোনো অভিযোগ করবো না।
শুধু মনে রেখো একটি মেয়ে ছিল,
মায়ার বাঁধনে বেঁধে ছিলে তুমি যাকে।
যদি কখনো অন্য স্রোতে ভাসো,
আমায় রেখো সন্ধ্যা নদীর বাঁকে।
কখনো ধরো জন্মদিন এলো তোমার,
আশেপাশে দেখলে আমি নেই।
ভাববে আছি তোমারই ঠিক পাশে,
হয়তো নিভে যাওয়া ওই মোমবাতিটাতেই।
কখনো ধরো জ্বর এলো তোমার,
আশেপাশে দেখলে আমি নেই,
থাকবো আমি প্রতি নিঃশ্বাসে মিশে,
কপালে দেওয়া তপ্ত জলপট্টিতেই।
কখনো যদি খবর তুমি পাও,
মৃতসজ্জায় শেষ ইচ্ছে আমার,
তোমাকে শুধু একটি বার দেখে,
তোমার আঙ্গুল শেষ একটিবার ধরার।
কখনো ধরো খবর পেলে তুমি,
এই মাটিতে আমার চির বিদায়ের।
শত চেয়েও হয়তো আসতে পারবেনা সেদিন,
শুধু চেপে রেখো কান্না ভাঙা হৃদয়ের।
মনে রেখো আমি সর্বদাই আছি,
থাকবো সেদিনও যেদিন আমি নেই।
ফিরবো আমি ডাকবে যখন আমায়,
ফিরবো তোমার অশ্রু মোছাতেই।