আমরা নারী আমরাই পারি
আমরা নারী আমরাই পারি

1 min

1.0K
কাঁধের ভারে হোঁচট খেলে
শক্ত হাতে হাল ধরি
ইট বালি দিয়ে সাজাই,
ভালোবাসার ঘর বাড়ি।
চাকরি করার স্বপ্ন ছেড়ে
স্বামীর নামে মন ভরি
সংসারে তে মন ঢেলে তাই
হয়ে উঠি সংসারী।
প্রেম করতে চাইনা বলে
ওই যারা এসিড ছোড়ে,
শুধুই মুখ পোড়েনা যেনো
ভিতটুকুও যে যায় নড়ে।
নারীরা আজ বিমান ওড়ায়
ডাক্তার হয়ে প্রাণ ও বাঁচায়,
সমাজের চোখে তাও নারীরা
রান্নাঘরেই স্থানটুকু পায়।
‘পুত্রান্ দেহি'র উল্টোস্রোতে
নিজেরা নিজের অস্তিত্ব গড়ি
শত কষ্টের একটা মন্ত্র
'আমরা নারী, আমরাই পারি।