মায়ার টান
মায়ার টান


একদিন হঠাৎ করেই চলে যেতে হবে,
অনেকগুলো কাজ বাকি রেখে,
ব্যাকস্পেস, ডায়েরির কাটাকুটি খেলা, মাঝপথে থেমে যাওয়া ট্রেন এবং অজানা স্টেশন,
খোলা ছাদে রাতের আকাশ, অজস্র তারাগোনার খেলা,
হোলির লাল আবির, পুজো দেওয়া লাল সিঁদুর সব কিছু মিলে মিশে একাকার,
গল্পগুলো মাঝপথেই থেমে যাবে,
শেষ চিঠি আর ঠিকানায় পৌঁছাবে না,
অগ্নিশয্যায় মনের কথা বলবে কাছের মানুষ,
কাছের কি তারা যারা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে?
মিথ্যে অশ্রু, শেষ কাজ এবং সব শেষ।
নামটাও হয়তো মুছেই যাবে, মিশবে ধূলোয় ছাই হয়ে।
মায়ার টান রয়েই যাবে বরাবর।