Piyali Chatterjee

Abstract

4.3  

Piyali Chatterjee

Abstract

পৃথিবী

পৃথিবী

1 min
257


কঠিন স্বপ্নগুলো থেকে ধোঁয়া ওঠে,

বৃষ্টির আশায় চাষীর মন খারাপ

শহুরে রাস্তায় কাগজের নৌকা ভাসে

ঘরবন্দির ছুতোয় আপনদের কাছে পেল কিছুজন,

সবার হাতে স্মার্টফোন তাই সময় নেই কারুর

বইগুলো একটা কোণায় পরে কাঁদে,

আবার এক সময় মিলবে হাত,

চলবে গাড়ি.. পিষবে কুকুরগুলো কালো পিচ রাস্তায়।

এ পৃথিবী যে শুধুই মানুষের।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract