চেনা ডাকনাম
চেনা ডাকনাম


তোর অভিযোগ এর হাত ধরে আমি কাঠগড়ায় দাঁড়িয়ে,
তোর ফেলে আসা রাস্তায় সেই চেনা ডাকনাম নিয়ে,
আমার চোখ খুঁজেছে তোর স্বপ্ন, তোর বাস্তব ছোঁয়নি আমায়,
তোর মিথ্যে ভালোবাসা, আমায় ঘরে ফেরানোর গান গায়।
দৌড়ঝাঁপ কি কম হলো বল? ক্লান্ত ভীষন। আমিও, তুইও;
ক্লাইমাক্স হাততালি নাই বা পেলো, অজান্তেই খানিক কষ্ট দিলো,
ডায়েরি ভরা কবিতাগুলোয় শুধুই লেখা আবেগজাপন,
মায়া জড়িয়ে শুধুই দেখি মুচকি হাসে সত্য গোপন।
হঠাৎ যদি ঘুম ভাঙতেই চরিত্রগুলো হয় কাল্পনিক,
দু'হাত জোড়া শূন্যতা, চিত্রটাও দার্শনিক।
দীর্ঘশ্বাস গভীর আমার হারিয়ে যাওয়ার ভয়,
ভালবাসা কি তবে দুঃখ ভোলানো এক মিথ্যের আশ্রয়?