পথের ফুল
পথের ফুল

1 min

134
ভারী নিষ্পাপ চোখ মুখে হাসি মাখা,
পরনে ছেড়া কাপড় পেট ক্ষুদায় ফাঁকা।
দিন রাত্রি কাটছে তাদের ফুটপাথেতেই,
ওরা হলো সেই ফুল যাদের মালী নেই।
কারুর হয়তো বাপ নেই কারুর নেই মা,
পথে পথে ঘুরে বেড়ায় খাবার জোটে না।
ক্ষুদা কষ্টে যদি কভু ভিক্ষের হাত বাড়ায়,
'কাজ কেন করিস না?' বলে তাদের তাড়ায়।
ভেবে দেখো গুণীজন দোষ ওদের নয়,
এ দেশে তে শিশুশ্রম প্রযোজ্য নয়।
যে বয়সে অনেক শিশু বিলাসিতায় ব্যস্ত,
সেই বয়সে প্রতিভা থেকেও ওদের জীবন ব্যর্থ।
গরিব হয়ে জন্মানো তাদের ভুল নয়,
কখনো সঠিক সুযোগ পেলে বিশ্ব করবে জয়।