এগিয়ে চল
এগিয়ে চল
মিথ্যে এত ভাবিস কেন? স্বপ্ন নিয়ে এগিয়ে চল,
কি এসে যায় লোকের কথায়? মন কি চায় সেটাই বল,
পথের মাঝে না থেমে কাঁটার উপর হেঁটে যা,
কাঁটার পরে গোলাপ পাবি, কাঁটা দেখেই থামিসনা।
মিথ্যে এত ভাবিস কেন? স্বপ্ন নিয়ে এগিয়ে চল,
কি এসে যায় লোকের কথায়? মন কি চায় সেটাই বল,
পথের মাঝে না থেমে কাঁটার উপর হেঁটে যা,
কাঁটার পরে গোলাপ পাবি, কাঁটা দেখেই থামিসনা।