ভ্যালেন্টাইন
ভ্যালেন্টাইন
সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন
একই দিনে
হয়নাতো ভ্যালেন্টাইন কখনও
প্রেম বীনে ।
বাঁধন ছাড়া কিশোর কিশোরী আজ
পথ চিনে
চলেছে পাশাপাশি আপন মনে
ঠাকুর দর্শনে ।
সবাই ভাবছে একটা শেলফি তুললে
ওর সনে
কি এমন অশুদ্ধ হতো পঞ্জিকা
এ ভুবনে ।
কতোজন পার হয়ে গেলো বামে
কেহ ডানে
দুজনেই দুজনকে কিন্তু দেখলো
বাঁকা নয়নে ।
ভিড়ের মধ্যে হারিয়ে গেলো দুদিকে
দু জনে
অগুন্তি দেখা ঘটে গেলো পথ পানে
শ্রীপঞ্চমী ভানে ।
সব দেখা প্রেম নয় হয় না ভ্যালেন্টাইন
ভ্যালেন্টাইন হয় গোপনে ।
.................................................................
