STORYMIRROR

NILAY CHATTERJEE

Others

4  

NILAY CHATTERJEE

Others

লক্ষ্মী পুজো

লক্ষ্মী পুজো

1 min
237


      লক্ষ্মী পুজো

                  লক্ষ্মী পুজো

         

        খিচুড়ির সাথে লাবড়া

         কেমনে বানাবো আমরা !

        কেমনেই বা ভাজবো বেগুন

        বাজার দর যে হয়েছে আগুন !

       কেমনে বানাবো নারকেল সন্দেশ

        দাম টা তো হয়েছে চড়া বেশ !

       প্রতিমাই বা কিনবো কেমন করে

       ছোট্ট ঠাকুরই বিক্রি হচ্ছে উঁচু দরে !

       কেমনে করবো 'মা 'লক্ষ্মীর আরাধনা

       ' মা ' কে না পুজলে যে হবো বিষণ্ণমনা !

         তিনি যে ধর্ম অর্থ মোক্ষ দাত্রি

          বিনিদ্র থেকে জাগবো সারা রাত্রি !

    &

nbsp;     দেরীতে হলেও বৃষ্টি হয়নিতো মন্দ

         শস্য ভরা ক্ষেত মনেতে নতুন ছন্দ !

         প্রতিমা দেখে দেখে লাগছে দ্বন্দ্ব

       এখন বাজারে এসে লেগেছে মহা ধন্ধ !

          পুতুল ঠাকুর নিয়ে গেলাম কিনে

           মোটামুটি আয়োজন হয়েছে দিনে দিনে !

           এখন শুধু ঠাকুর মশায় এলেই হয়

            তাঁর ব্যস্ততাতো আজকে অল্প নয় !

          পাড়ায় পাড়ায় সাইকেল নিয়ে ঘোরা

           কেমনে লক্ষ্মী পুজো করবো আমরা !

          কখনইবা হবে আরতি দেবো পুস্পাঞ্জলি

   ধানের শিসে .পদ্মের পাপড়িতে বসছে শত অলি!

          ----------------------------------------------

    


Rate this content
Log in