ধন্য আশা
ধন্য আশা
ধন্য আশা
এবার আমরা আলো দিয়ে
মন্ডপ সাজাবো জম্পেশ
লাল নীল সবুজ টুনি ঝুলবে বেশ
মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তের শেষ
চারিদিকে গাছে গাছে দেব বড় বড় হোর্ডিং
থাকবে পুজো কটা দিন ।
জমবে বিরাট ---
জনতার ভিড়ে গম গম করবে পুজো মাঠ !
হাতুড়ি ছেনির ঘায়ে পেরেক সহকারে
হোর্ডিং ঝুললো গাছে বিরাট আকারে
সূচালো পেরেকের আঘাত
সহ্য করলো গাছ নীরবে
নিয়ন বাতির ঝলকানি জনতার উল্লাস সরবে
সেলফি উঠলো পরের পর
মন্ডপের প্রতিমা রইলো নিথর ।
গাছেতেই বাজলো গান চোঙে উচ্চস্বরে
দিনভর খাবারের সন্ধানে থাকা
পাখিদের ঘুম গেলো উড়ে
ওরা চলে গেলো এলাকা ছেড়ে
গাছ গুলো নীরবে সইলো সব ........,
যন্ত্রনা গেলো বেড়ে
হলো না তার কোনো প্রকাশ একেবারে !
পুজো শেষ হয়ে গেছে কবে , হোর্ডিং এখনও ঝুলবে
পাখিরা আর ফেরেনি বাসায় ।
পরের পুজো হবে আরো জম্পেশ
আমরা রইলাম এই আশায়......!
................................................
