' মা ' কে
' মা ' কে
' মা ' কে
অন্য বারে চারদিন থাকো
এবার কেন তিনদিন ' মা ' ?
মর্তে থাকতে কি তোমার
ভালো লাগছে না ?
আমরা তো করেছি তোমার জন্য
সুসজ্জিত প্যান্ডেল
সেখানে থাকবে সব - আলো , জল
বাতাস এমন কি ক্যান্ডেল ।
জ্বলবে প্রদীপ সারাক্ষণ
দিনেও থাকবে ঝাড়
সারাক্ষণ চলবে হাতপাখা
যদিও লোডশেডিংয়ের নেই বাড় ।
থাকবে ফল ,মিষ্টি , অন্ন ভোগ
তার সাথে সুস্বাদু পরমান্ন
পুরোহিত সংস্কৃত মন্ত্র উচ্চারণে
তোমাকে করবে প্রসন্ন ।
আমরা জোড় হাতে দাঁড়িয়ে
ডাকবো ' মা - মা ' বলে
তবুও থাকবে না আর একটা দিন ----
কৈলাশ যাবে চলে !
' মা 'গো তোমার দেওয়া জ্ঞানেই
চলছে আমাদের জীবন
তোমার দেওয়া শক্তিতেই
আমরা এতো বলবান ।
তুমিই তো শস্যের দেবী
তুমি দিলে তবেইতো আসে ধান
তোমার দেওয়া অন্ন জলেই
বাঁচে আমাদের প্রাণ ।
তুমি ছাড়া আমাদের কে আছে বলো
বাবা তো সারাদিন ধ্যানমগ্ন
কিছু খবর রাখে , তুমিই বলো
আর একটা দিন --তুমি থাকবে তো
বলো ,বলো 'মা 'তুমি বলো !!
................................................
