STORYMIRROR

NILAY CHATTERJEE

Others

3  

NILAY CHATTERJEE

Others

আকুতি

আকুতি

1 min
147

          আকুতি

       সব সময়েই রয়েছ ' মা ' তুমি আমাদের সাথে

    আকাশে,বাতাসে ,জলে ,স্থলে ,অন্তরীক্ষে তাপে ।

    বুঝতে পরিনে তা - শুধু অনুভব করি অন্তরে

      আর বুঝি যখন পূজা হয় মন্ত্র পড়ে মন্দিরে ।

      আজ শরতে পেয়েছি তোমায় মন্ডপে মন্ডপে

     রণ সাজে এসেছো গো 'মা ' সিংহ পিঠে চেপে ।

      পদতলে রেখেছো ঐ দুষ্ট দানব মহিষাসুরে

       সব অহঙ্কার চূর্ণ করে দমন করেছো তারে ।

       বিষধর ছেড়েছো তার মুখের সামনে

        পশুরাজ বসিয়েছে থাবা ডাইনে বামে 

       এমনি করেই মনের কলুষতা দাও ধ্বংস করে

       কণা মাত্র অহঙ্কারও যেন না আসে অন্তরে ।

      তিনটে দিন এবার ভোর থেকে সন্ধ্যা বেলা

    থাকবো ছেলের মতো সাথে করবো বসে খেলা ।

       সন্ধিক্ষণে এসে তুমি দিও আশীর্বাদী ফুল

       রেখে দেবো সাথে আপন হৃদয়ে ফুটবে ফুল ।

       জানি দশমীর পর তুমি যাবে কৈলাশে ফিরে

       মন্ডপ হবে শূন্য ধীরে ধীরে ...।

       আবার থাকবো অপেক্ষায় পরের বছর জন্য

     বন্যার মাঝে এসেও তুমি করেছো সকলে ধন্য।

   ' মা ' গো শত কোটি প্রণাম জানাই তোমায়

    বছর টা যেন ভালো কাটে এই আকুতি তোমায় ।

          ......................................................



Rate this content
Log in