সত্যি কথা
সত্যি কথা
সত্যি কথা
দানা, তুমি সমুদ্র থেকে ভুপৃস্টে এলে
অঝোরে বৃষ্টিও সাথে নিয়ে এলে !
বিদায়ী বর্ষা কে আবার ডেকে আনলে
বর্ষা তো ভালোবাসেই নদী তীর ভাঙ্গলে !
সবাই খুশি হয় নিজের রূপ প্রকাশ পেলে
নিজের পরিধী ও বিস্তৃতি দু দিকে বাড়লে !
এইতো সেদিন বাঁধ ভেঙ্গে বাংলা ডুবলে
দেশের মানুষ কতো হাহাকার করলে !
শতো চাপান উতোরে রাজ্য ভরলে
গরীব গুর্বো গুলো ঘর দোর সব হারালে !
তারই মাঝে মন্ডপে ঢাক ঢোল বাজলে
কেঁদে কেঁদে 'মা'কে সব জানালে অঞ্জলি দিলে !
'মা' যাবার পর সব ছত্র ভঙ্গ করে দিলে
তবুও পরিবেশটা হয়েছে শান্ত তিলে তিলে !
ফসল তোলার সময় এসেই গেছে প্রায়
ধান গুলো ডুববে কৃষকেরা করবে হায় হায় !
বছরের শস্য যদি গোলায় না ভরায়
সারা বছরের খাদ্যই বা তারা কেমনে পায় !
দানা , তোমায় কেউ করেনি মানা
কাল বৈশাখী , উষ্ণতার মতো তুমিও দিলে হানা!
তুমি তো সমুদ্র থেকে উঠে এলে উষ্ণতারই ফলে
সত্যি কথা বলতে কি- মনটাও ভরে আনন্দে
অঝোরে বৃষ্টি হলে !
