STORYMIRROR

NILAY CHATTERJEE

Others

4  

NILAY CHATTERJEE

Others

লক্ষ্মী পূজো

লক্ষ্মী পূজো

1 min
1

       লক্ষ্মী পূজো

          শুভ লক্ষ্মীর মহাপূজো

          জনতার কতো সাজাগুজো

          আলপনা দিয়েছে ঘরময়

           রঙ্গিন আলোকে ঘর ময়ময় !

        ' মা ' এর মাথায় সোনার মুকুট

           গলায় সোনার চন্দ্রহার

         হাতে উজ্জ্বল সোনার চুড়ি

          অপরূপ লাগে শোভা তাঁর !

          পা এর কাছে বাহন পেঁচা

         পাথরের থালায় কতোফল

        সুগন্ধি চালের খিচুড়ি সামনে

         গন্ধে গন্ধে প্রাণ উতল !

         জোড় হাতে বসে গিন্নি কর্তা

         পুরোহিত মশায় আসনে

          চোখ রেখেছেন প্রতিমার পানে

          ব্যস্ত শক্ত মন্ত্র উচ্চারণে !

          একটা দিনের তরে মর্তে এসে

           বিলিয়ে দিলেন 'মা 'কতো ধন

         আপামর শতো ভক্ত মানুষে

          স্থির হয়ে রাখি নিজ মন

         আকুল কাঁদছে দু নয়ন ভরে

        বলে--' দাও মা দাও মা মোদের আরো ধন !'

            --------------------------------------



Rate this content
Log in