মাফি চাই
মাফি চাই
মাফি চাই
এসেছিলে তিনটে দিনের তরে
অনাচার , অবিচার , ব্যভিচারে
সমাজে ভরা দূর্নীতির খতরে
অসহ্য হয়ে চলে গেলে ঘোটকে করে ।
কৈলাশে বাবার কাছে তাড়াতাড়ি
নিশ্চয়ই গিয়ে বলবে - সব বাড়াবাড়ি
যা তুমি দেখলে উত্তর দক্ষিণে আড়াআড়ি
স্বামী স্ত্রীর সম্পর্কেও চলছে হেথা ছাড়াছাড়ি ।
শুধু স্বামী স্ত্রীর নয় , সর্বস্তরে সুসম্পর্কে দাঁড়ি
পুত্র কন্যায় সম্পত্তির কাড়াকাড়ি
পিতা নির্বাক , মরছে মাথা কুটে বক্ষ বিদারি
নাই সরকারি কোথাও কোনো চাকরি ।
পথে শিক্ষিত বেকার দের ছড়াছড়ি
হাসপাতালের মধ্যে চলছে নারী নির্যাতন
প্রতিবাদে ডাক্তারদের চলছে অনশন
পুজোর সময় সবাই যখন আনন্দঘণ
তখনও প্রতিবাদে চলছে মানব বন্ধন ।
কোনো রকমে হয়েছে পূজা সমাপন
'মা ' গো মাফ করে দিও আমাদের সব অপরাধ
আমরা এবার থেকে থাকবো নির্বিবাদ
শরণাগত হয়ে কাটাবো কাল
আপনা আপনি পূরণ হবে জীবনের সব সাধ ।
............................................
