দানা
দানা
দানা
দানা
প্রহর গুনছি আমরা এক- দুই - তিন
কখন যে বাজবে তোমার প্রলয় বীণ --!
তটস্থ প্রশাসন তটস্থ উপকূল জনগন
তার সাথে দক্ষিণ বঙ্গের সকল সাধারণ !
পুরী থেকে সাগর দ্বীপের মধ্যে এক স্থান
হবে না কি তোমার অবস্থান -- বন্ধ সব যান !
বন্ধ সব স্কুল অফিস শিক্ষা প্রতিষ্ঠান
আবার এক প্রলয় কারি মূর্তির রুদ্র নাচন !
' দানা ' নাম দিয়েছে তার ওমান
যার অর্থ দামি মুক্তো খান !
যে মুক্তোর মতো দামি সে যেন দেয় না ঝলকানি
সারা দেশ থরহরি কম্পমান কি হয় কি জানি !
এর আগে এসেছে আইলা , রুমেল , আমপান
গরীব গুর্বো লোক গুলোর ওপরে আসমান !
আবার ছুটবে সবাই হাতে নিয়ে ত্রাণ
নদী গুলো হবে আরো বেগবান !
সতর্কতার নির্দেশ হয়েছে জারি
দিকে দিকে দণ্ডায়মান হয়েছে প্রহরী !
'দানা '-- তুমি দিও না কো জোর হানা
তুমিও সতর্ক হও , তোমায় সকলে করছি মানা !
----------------------------------------
