STORYMIRROR

NILAY CHATTERJEE

Others

3  

NILAY CHATTERJEE

Others

তিনটে দিন

তিনটে দিন

1 min
200


                তিনটে দিন

        পুজো হোক -- উৎসব নয়

         নিয়ম রক্ষা হোক আতিশয্য নয় ।

         প্রদীপ জ্বলুক - লক্ষ মোমবাতি

          নিয়ন আলোর ঝলকানি নয় ।

         পরিবেশ টা শান্ত থাক

           মাইকের তান্ডব মোটেও নয়

           শৃঙ্খলা রক্ষা হোক প্রতিটি পলে

            ভিড়ের সুযোগে অশালিনতা নয় ।

            মা ঠিক 5 চুপি চুপি সন্ধিক্ষণে

             সবই দেখবেন তিনি সঙ্গোপনে

          আমরা সবাই 'মা' কে ডাকবো মনেমনে

           বলবো একটাই কথা - 'মা' গো সুবুদ্ধি দাও

            আর বলবো চেতনা দাও ।

           আমরা যা চাইবো 'মা' তাই দেবেন সস্নেহে

            শুধু আমরা থাকবো পবিত্র মনে দেহে ।

           তিনি চান নিস্তব্ধতা , ভক্তি , আত্ম নিবেদন

         তবেই ধর্ম -অর্থ -মোক্ষ করবেন পরিবেশন।

          আমাদের লক্ষ হোক তাঁর শ্রী চরণ

                   এবার তিনটে দিন থাকবো অনুক্ষণ

           তবেই অন্যায় অবিচারের হবে দমন

                        বইবে বিচারের সুপবন ।

             ...............................................

             

         

             



Rate this content
Log in