আমার নদী
আমার নদী
আমার নদী
আমার যদি থাকতো একটা নদী
কুলুকুলু বয়ে চলতো নিরবধি
খুব সুন্দর একটা দিতাম ওর নাম
বর্ষায় ফুলে ফেঁপে ও হতো টাম টাম --
সোলেমান কাকার নৌকোটা চাইতাম ।
একদিন চাইলে , ' আমি কি না বলতাম ' ?
এই কথাটাই বলতেন কাকা , আর দিতেনও
তারপর দাঁড় বাইতে বাইতে চলে যেতাম
আঁকাবাঁকা পথে ছোট্ট গ্রামগুলোকে ফেলে
পুঁচকে গুলো যেখানে হাপুস হুপুস করতো জলে
মেয়েরা স্নান করতো ঐ আড়ালে ।
চাষিরা জল নিয়ে করতো ভাগাভাগি
কেউ একটু বেশী নিলে করতো রাগারাগি ,
চলে যেতাম আরো আরো অনেক দূরে
সেই নেতি ধোপানির ঘাট
কিংবা কপিল মুনির আশ্রম
ফেরার পথে দেখতাম সেই জায়গাটা ---
যেখানে মোক্ষদা ছুঁড়ে ফেলেছিল
তার নয়নের মণি রাখালকে
দেখতাম , কেমন ঘূর্ণি ওঠে জলে
উথাল পাথাল ঢেউ উঠলে ----
নৌকা কেমন খায় টাল
তারপর আবার হাল সামাল ।
তারপর , একই ভাবে হেলতে দুলতে
হেলতে দুলতে আসতাম ফিরে
সোলেমান কাকাও খুশি হতেন অচিরে ।
কিন্তু আমার দু:খ ------
আমার নদী নেই একটাও
হে ভগবান , '' তুমি আমাকে কিছু না দাও
---------একটা যেন নদী দাও !!''
-------------------------------------------------
