বীর শহীদদের স্মরণে
বীর শহীদদের স্মরণে
পরাধীনতার শিকল ভেঙে
দেশটা হল স্বাধীন,
গড়ে উঠল নতুন পতাকা
তিন রঙাতে রঙিন ।
মাঝখানে যার অশোকচক্র
বীরত্বের প্রমান দেয়,
ভেদাভেদ আর হিংসা ভুলে
সকলকে আপন করে নেয় ।
স্বাধীন হবে দেশের মানুষ
স্বাধীন হবে আমার দেশ,
বুক ভরা স্বপ্ন নিয়ে
এগিয়ে চলেছে বেশ ।
চড়ছে পারদ উচ্চস্তরে
বিপ্লবের আগুনে,
'ইনকিলাব', 'জয় হিন্দ'
গেয়ে চলেছে একমনে ।
হারিয়ে গেল কত যে প্রাণ
হল কত শহিদ,
দেশের মাটি আকাশ দেখেছে
করেছে মন মোহিত ।
অন্ধকারের গারদ ভেঙে
আলো ফুটেছে যেই,
অত্যাচারের বিনাশ করে
জয়লাভ ঘটবেই ।
লক্ষ্য শুধুই স্বাধীন ভারত
হাসি মুখে পরে ফাঁসি,
জোর গলায় বলে ওঠে
"ও দেশমাতা, তোমায় ভালোবাসি । "
শাসন, শোষণ ঘুচিয়ে সব
উঠেছে আবারও মাথা,
ইতিহাসের পটভূমি
কেবল অন্দোলনেই গাঁথা ।
পরাধীনতার ব্যথায় কাতর
চোখ ভিজেছে দুঃখে,
আলোর মিছিলে ফুটেছে হাসি
স্বাধীনতার সুখে।
ভূবন জুড়ে রয়েছে লেখা
বীর শহীদদের নাম,
শিরায় শিরায় ভেসে ওঠে
জয়ধ্বনি 'বন্দেমাতরম্' ।
বলিদান দিল যারা
দেশমাতার চরণে,
চিরকাল রবে তারা
মোদের স্মরণে ।।
