আড়ালে
আড়ালে
" আঁধারের পথ ধরে যেই দিক চলে গেছে
সেদিকে দেখেছিলাম তোমাকে আড়ালে,
নিয়ে ছিলাম পিছু না ভেবেই। মোহগ্রস্ত হয়ে চলছিলাম।
কিন্তু.............
এক টুকরো আলোর ঝলক পড়লো যখন চোখে,দৃষ্টি হলো সজাগ আমিতো আছি অন্ধকারে।
অজানা আশঙ্কায় থমকে গেলাম,পথ ধরবো কোন দিকে???
একটু আলোর আভাস দেখতে পেলাম সামনে, মন্ত্র মগ্ধর মতো এগোলাম।
ঘন জমাট অন্ধকারে পিছলে গেলাম দ্রুত হাত ধরলে বাঁচিয়ে দিলে,
কিন্তু....
দেখতে পেলাম না কিছুই, সেই রহস্য আজও ভেদ হলো না, রইলে তুমি আড়ালে.........
