হানা বাড়ি
হানা বাড়ি
নিশুতি রাত গভীর অন্ধকারে
কে যেনো হাঁটি হাঁটি করে
কালো দিঘির পাড়ে
হাড় হিম করে শীতল বাতাসে
শুনা যায় আসে ভেসে
হাসির শব্দ।
চারিদিক নিস্তব্ধ, ভীষন হয়েছি যব্দ।
হানা বাড়িতে যাবো না আর গুপ্তধন খুঁজতে।
বাঁচাতে চাই আমি এই সুন্দর পৃথিবীতে।
গুপ্তধনের লোভে পারবোনা ,
ভুত পেত্নীর হাতে প্রান হারতে বেঘোরে।
চাই এখন কিছু করে ফিরে যেতে ঘরে।
