STORYMIRROR

Sipra Debnath

Romance Children

2  

Sipra Debnath

Romance Children

ভূত

ভূত

1 min
104


সাদা ভূত কালো ভূত

লম্বা ভূত বেটে ভূত

চিকনা ভূত মোটা ভূত

ভূত কত রকম

ওরাই গাছের ডালে বসে

করে বকম বকম।

পরামর্শ করে ওরা

ধরবে কখন কাকে

ঘাড় মটকে ফেলে দেবে

পচা ড্রেইনের পাকে।

উঠতে যদি চেষ্টা করে 

কেউ সেখান থেকে

ঠ্যাঙ টেনে নামিয়ে দিবে 

আবার সেই পাকে।

চেষ্টা যদি করে কেউ

বেঁচে ফিরতে প্রাণে

সেটা ওরা জানে বাবুকে

ফিনিশ করবে ক্যামনে।

ঐ ব্যাটারা যদি তোমার

বাজায় মৃত্যু ডঙ্কা

বাঁচতে না পারলে তখন 

লাগবে কেমন বলো!

রাম নাম জপ কোরো

প্রাণে যদি থাকে সঙ্কা

রাস্তা দিয়ে যাবার বেলায়

হিসাব করে চলো।

 



Rate this content
Log in

Similar bengali poem from Romance