ভুল সংশোধন
ভুল সংশোধন
ঠিক এর হিসাব মেলাতে গিয়ে
খাতার মাঝে কালির দাগ -
না জেনে করা ভুলের মাশুল
বাড়তে বাড়তে একশো ভাগ l
সংশোধনের ইচ্ছে গুলোর
ভালোর চেয়েও কষ্ট বেশি ,
তবু সংশোধনের রাস্তা ধরেই
চেনা রাস্তায় আবার আসি l
পরীক্ষার খাতায় সহজ বিচার
কোনটা ঠিক কোনটা নয় ,
জীবন খাতায় বিচারগুলো
উল্টো ধারার গল্প কয় l
ভুল কাজের আত্মগ্লানি ,
ভারী বোঝা নিজের কাছে ,
সংশোধনের মাঝেই তার
শান্তির ঘুম লুকিয়ে আছে l
আমরা সবাই নিজের মতো
ভাঙা গড়ার খেলায় বিভোর ,
শুধরে যাওয়া শুদ্ধাচারে
উড়ছে একা সুখের চাদর l
ভুলের মাঝে সংশোধন আর
সংশোধনে মুক্ত ভার ,
নিরপেক্ষ হিসাব মেনেই
এগিয়ে চলার অঙ্গীকার ll