STORYMIRROR

Manik Goswami

Romance Others

3  

Manik Goswami

Romance Others

ভরা অনুরাগে

ভরা অনুরাগে

1 min
241


আজ কবিতার প্রতিটি ছত্রে শুধু তোমার অধিকার,

সুযোগ এসেছে নতুন ছন্দে, করি তোমায় আবিষ্কার।

কত মায়া তুমি ঢেলে

প্রেমের আগুনে জ্বলে,

খাতার পাতায় লেখনীর মাঝে ঢেউ তোলো বারেবার।


দূরের আকাশে রামধনুটার সাতটি রঙের বাহার,

বৃষ্টি কণার সাথে মিলেমিশে অপরূপ শোভা তার,

আলোক প্রভায় নেয়ে,

স্বপ্নের সিঁড়ি বেয়ে,

মনের আকাশে কল্পনা জালে বাধাহীন বিস্তার।


জোৎস্নায় ভরা আকাশে তারার দৃষ্টি হয়েছে ম্লান,

সে বাধা সরায়ে, আকাশ ভরায়ে, মিটিমিটি হাসি দান।

মনের আবেগে মেতে,

রুপোলি ঝরণা স্রোতে,

বাঁধন হারা জীবনের ধারা, কণ্ঠে সুরেলা গান। 


বাগিচার কোণে বকুল শাখে পাখির কলতান,

ঝরা পুষ্পের সুবাস মেখে বাতাসের বাড়ে মান।

প্রজাপতির রঙিন পাখায়,

বাহারি রঙের ছন্দ-দোলায়,

তৃপ্তির ছোঁয়া প্রাণের গভীরে, মুছে যাক অভিমান।


Rate this content
Log in

Similar bengali poem from Romance