ভালোবাসার ছায়া
ভালোবাসার ছায়া
তুমি চলে গিয়েছিলে—
তবু তোমার ছায়া রয়ে গেছে।
না, সেটা তোমার রূপ নয়
সেটা সেই অলক্ষ্যে রেখে যাওয়া অনুভূতির ছাপ—
যা আলোতে নয়, অন্ধকারে বেশি জ্বলে।
আমি যতই আলোয় হাঁটি
তোমার ছায়া পেছনে পেছনে চলে।
কখনো কার্নিশে বসে
কখনো চশমার কাচে আটকে যায়—
মনে করিয়ে দেয়, ভালোবাসা
কেবল দুটি মানুষ নয়,
তা একটি অসমাপ্ত গল্প।
তুমি যখন বলেছিলে—
ভালোবাসি
আমি শুনেছিলাম
আমি হারিয়ে যাব একদিন।
ভালোবাসা সত্যিই এমন—
যেখানে ছুঁয়ে কিছু পাওয়ার চেয়ে
অনুপস্থিতিটাই বেশি বাস্তব হয়।
তোমার ছায়া এখন আমার ঘুমের অংশ
আমার স্বপ্নেরও অতীত।
আমি চাইলেও তা মুছতে পারি না—
কারণ তুমি চলে যাওয়ার পরেও
তোমার ভালোবাসা থাকেনি
থেকে গেছে শুধু তার ছায়া—
আর সেই ছায়াই আজ আমাকে ঢেকে রেখেছে
নিজেরই অনামী বিষণ্নতায়।।
