STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational

4  

Nityananda Banerjee

Classics Inspirational

ভালোবাসা

ভালোবাসা

1 min
262

মাটি খোঁড়া সারা রাত জেগে ;

ভালোবাসা গেল বুঝি কবরে,

ভোরের কাগজ পড়ি মেগে ;

দেখি লেখা হয়েছে তা' খবরে ।

গোবরের জল দিয়ে নিকানো ;

গাঁদাফুলে ছেয়ে আছে আঙিনা,

সাদা থানে কাঁচা বাঁশ বিছানো ;

সহজে আমি কভু ভাঙি না ।

আঁখি জলে ভিজে যায় বক্ষ ;

পদতলে সরে যায় মাটি ,

পীড়াদায়ী কীড়াদের চক্ষ ;

শরীরের নুন খায় চাটি' ।

বেঁচে থেকে ভালোবাসা বুঝিনি ;

বুঝে গেছি কি তার রূসরস,

কোনদিন জীবনে যা' খুঁজিনি ;

স্বার্থের কর্থ আর মহাযশ ।

যদি বল ভালোবাসা মানে কি ;

ভালো বা মন্দের বাসাতে ,

মন আমার সেসব জানে কি ;

পড়ে রয় নিরন্তর আশাতে ।

ঝুমুরের বোল তোলে নূপুরে ;

মাদলের দ্রিমি দ্রিমি আওয়াজে,

খোল করতাল সেই দুপুরে ;

শেষ হয় তাহাদের খাওয়া যে !

মরেও বুঝিনি ভালোবাসা কি ;

সে কি প্রেম? প্রিয়াটির কান্না ?

আশা নিরাশার ঝোলা ঠাসা কি ;

আজ নগদ কালকেও ধার না !

ভালোবাসা মানে মায়া অনুভব;

ভালোবাসা মানে বেঁচে থাকা যে ,

ভালবাসা কাকলিতে কুহু রব ;

ফটো ফ্রেমে দেয়ালে রাখা সে ।


;



Rate this content
Log in

Similar bengali poem from Classics