ভালোবাসা হাসি ইকবাল
ভালোবাসা হাসি ইকবাল
সাদাকালো এই নগরীর বুকে,
একমুঠো রং নিয়ে বসে থাকা একজোড়া মানব মানবী
যতদূর দু চোখ যায়,
রামধনুর ছটা ছড়িয়ে দিতে চাই,
তারপর নয় মিলিয়েই যাব দূর দিগন্তে..
ঝোলে আর অম্বলে তোর সাথেই মাখামাখি
তুই আগলে রাখবি আমায়,
আমি ফের অবাক বনবো তোর অফিস ফেরত বিকেল ধুলোয়।
তারপর একদিন তিস্তা পারে যাবো
নৌকাবিহারে গাইব গান
মেঘের মুলুক থেকে একঝাঁক বৃষ্টি আসবে,
সে বৃষ্টির গায়ে যদি ভালোবাসা মিশে থাকে,
তবে গোটা আকাশ ভর্তি বৃষ্টি তোর।

