STORYMIRROR

Hasi Iqbal

Romance Fantasy Others

3  

Hasi Iqbal

Romance Fantasy Others

অনন্ত যৌবনা তুমি শরৎ গ্রীবা

অনন্ত যৌবনা তুমি শরৎ গ্রীবা

1 min
144


শরতের চাঁদনী রাতে দোলে মায়াবী কাঁশবন 

তিস্তার ওপারে কিশোরী আকাশ

ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ দল বেঁধে খেলছে কানামাছি 

শিউলিফুলের মনমাতানো ঘ্রাণে নষ্টালজিক আমি । 


আজ ইচ্ছে করে প্রিয়জনের হাতটি ধরে প্রকৃতির মাঝে হারিয়ে যাই 

চুপসে থাকা জীবনের কষ্ট ভুলে শরৎ শুভ্রতায় । 

ধানের কচিপাতায় বন্ধক রেখেছি কিছু কষ্ট জমা 

নবান্নের প্রতীক্ষায় শ্রাবণের আকাশে নাচে বৃষ্টি মুখরিতা 

শুনেছি ভালোবাসার মানুষের ঘাম আর পারফিউমের ঘ্রাণ আলাদা করা যায় না 

তেমনি শরৎ স্নিগ্ধতা বুঝতে চায়না আকাশ আর বয়সের তফাৎ !


বিশ্বাসের আলো ভরা রাতের বাসর

জোছনার লাবন্য চুরি করে কাশবনের গোপন আঁতাত 

অনন্ত যৌবনা তুমি শরৎ গ্রীবা 

আশ্বিনের আকাশে খুঁজি ঘুমিয়ে পড়া মানুষের সঙ্গে তোমার ব্যবধান ! 




Rate this content
Log in

Similar bengali poem from Romance