STORYMIRROR

Hasi Iqbal

Romance Classics

4  

Hasi Iqbal

Romance Classics

একদিন রোদ কুড়াবো

একদিন রোদ কুড়াবো

1 min
343

একদিন রোদ কুড়াবো 

হাসি ইকবাল 


একদিন সকাল হবে 

আমি রোদ কুড়াবো 

জং লাগা প্রেমে অসংখ্য ছিদ্রপথ  

কমলা রঙের নলাকার বোঁটায় সাদা পাপড়ির অজস্র শিউলি ফুল। 

আমি ফুল কুড়াবো? 

নাকি রোদ? 


বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা


Rate this content
Log in

Similar bengali poem from Romance