STORYMIRROR

Hasi Iqbal

Abstract Fantasy

3  

Hasi Iqbal

Abstract Fantasy

ইনসমনিয়ায় ভুগছো নাকি মেয়ে

ইনসমনিয়ায় ভুগছো নাকি মেয়ে

1 min
197

           হাসি ইকবাল বিভ্রান্ত নগরে আজ ঈশ্বর হাঁটছেন মৃদু পায়েছাই রাঙা শরীরে অন্ধকারে আবাদের ঘ্রান মেখে কখনো কখনো আমিও রাত্রি হয়ে যাই। আচ্ছা সুখের সংজ্ঞাটা কি? মন খারাপের হাটে কষ্ট বেঁচা? আমি এক কষ্টের ফেরিওয়ালা! পায়রা রোদে কষ্ট ওড়াই -খন্ড খন্ড নষ্টালজিক স্মৃতির সম্মেলনেরাত ফড়িংয়ের ডানা মেলে ইচ্ছেদের টানাপোড়েন বেসামাল আমার মন। মগজের প্রোটিন খেয়েছে বদ্ধ শ্যাওলা পৃথিবী নামক বস্তুুবাদের গর্তে তীব্র কষ্ট থাকা সত্ত্বেও তবু বলি " কিছুই হয়নি "?চোখের ডার্ক সার্কেল ঝাঁকি দিয়ে বলে " ইনসমনিয়ায়" ভুগছো নাকি মেয়ে? দূর্ভোগ আর দুশ্চিন্তার উস্কানীতে তবু ঢেউ ভাঙ্গে সুখ নামক উত্তরসূরিদের ঘর। নিশ্চিত জানি সুখেরা সংখ্যা লঘু ভুল আবেগে কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি হাজারো রেস্টিকশন পিছনে ফেলে তবুও পা বাড়াই আর একটি ভুলে। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract