STORYMIRROR

Hasi Iqbal

Crime Inspirational Others

3  

Hasi Iqbal

Crime Inspirational Others

আমি সেই মেয়ে ।।

আমি সেই মেয়ে ।।

1 min
171

আমি সেই মেয়েকন্যা সন্তান প্রসবের দায়ে যার মাকে ঘরছাড়া করা হয়েছিল ।আমি সেই মেয়েখুন্তি , চামুচ আর হাড়িপাতিলের সাথে লড়াই করতে করতেগরম খুন্তি দিয়ে যার মায়ের কপালে ছ্যাকা দেয়া হয়েছিলআমি সেই মেয়ে ।আমি সেই মেয়েদিশেহারা স্রোতে আমার অধিকারগুলো লুণ্ঠিত হয় প্রতিনিয়ততাইতো অসংকোচে একবার এগিয়ে আবার পিছিয়ে যাই বহুবারনিয়ম ভাঙ্গার অনিয়মে কাচের চুড়ির মতই আমার মনটা ভাঙ্গে ।ক্ষ্যাপা নদীর মত কখনো ফোসফাস করেচোখের নদীতেই সাঁতার কাটি অপবাদের ভয়ে ।আমি সেই মেয়েআমার চুল, চিবুক, ঊরু থেকে সমস্ত শরীর নাকি বেয়নেটের থেকেও ধারালোআমাকে এতটুকু ছুঁয়ে দেখার জন্য পাগল মাংসভুক থাবাদিনে যে অ্যাপার্টমেন্টে আমার প্রবেশ নিষেধরাতে সেইখানেই মধ্যমনি আমি ।আমি সেই মেয়েকুশ্রী কালো বলে বিয়ে করতে পিছিয়ে যাও কিন্তুরাতের অন্ধকারে প্রেম নিবেদন করো ।আমি সেই মেয়েনষ্টের সমস্ত ঋণ আমার উপর চাপিয়েদিনের আলোয় বিচার করো প্রকাশ্যে ।আমি সেই মেয়েপ্রত্ন নই কিন্তু জমজমাট খনি ভেবে কেড়ে নাও আমার সর্বস্ব ।


Rate this content
Log in

Similar bengali poem from Crime