STORYMIRROR

jayita bhattacharyya

Tragedy Classics Crime

3  

jayita bhattacharyya

Tragedy Classics Crime

"রক্ত"

"রক্ত"

1 min
137

"রক্ত" সমাজ স্তরের কোণে কোণে জমে আছে একটু হাসির ভিক্ষা। পথিকের পথ চেয়ে থাকে, প্রাণের অশ্রু কোষে।।

 প্রতিদিন প্রতিক্ষণ দ্বিধা দ্বন্দ্বের ক্ষমা স্রোত বয়ে বেড়ায় দিবস রজনীর অবহেলা; সমস্বরের আর্তনাদ ;;;;; বিভক্ত সমাজের উত্তপ্ত স্বরলিপি;;;; কে ভালো কে খারাপ????সমাজ তো অনুকরণের অনুলিপি।।

 মনস্তত্বে বলে যতটুকু বকলমে ব্যবধান......সে সবটুকুই কলুষিত সমাজের আবেদন..... সমাজ??? সে তো প্রতিনিয়তই প্রত্যাহত.....পথিকের পথ চেয়ে থাকে, প্রাণের অশ্রু কোষে।।

 একই সাথে বয়ে চলে শিবিরের রক্ত দান,,,,,,,একই সাথে বয়ে চলে গরীবের রক্ত স্নান। সুখী প্রাণে সেই সুখী, যে নেয় রক্তের ঘ্রাণ,,,,, দাবী শুধু মৃত্যু পায় রক্তে রক্তের বলিদান ।।

স্তাবকতায় এ সমাজ, চরিত্র নিবন্ধ,,,,,,,অস্থির মৃয়মান চঞ্চল এ সমাজ, গভীর গম্ভীর শ্রুতিলিপি,,,,,,পথিকের পথ চেয়ে থাকে, প্রাণ ভিক্ষার আক্রোশে।।।।।।।

 ******কলমে জয়িতা******


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy