STORYMIRROR

jayita bhattacharyya

Romance Classics Others

4  

jayita bhattacharyya

Romance Classics Others

অপেক্ষা

অপেক্ষা

1 min
301

অপেক্ষা
 কলমে – জয়িতা

 সময় যখন সমাগত, সময় যখন অস্তগত, আবহের প্রণয়ন মিশে থাকে— সময়, আসলে, শুধুই নিবেদনে অপেক্ষা মাত্র।

অশান্ত পৃথিবীর বুকে রঙিন আলেয়া, মুহূর্তের বজ্রপাত, সমুদ্রের গতি স্নান, নির্লিপ্ত আর্তনাদে অবিস্মরণীয় ম্রিয়মান স্মৃতির আমন্ত্রণ। আবহের প্রণয়নে উষ্ণ ছোঁয়া— সময়, আসলে, শুধুই নিবেদনে অপেক্ষা মাত্র।

চঞ্চল আমি, শান্ত আমার অপেক্ষা। অবিশ্রান্ত চাওয়া–পাওয়া, মুহূর্তগামী পরিণতির বিরহ, ঝড়ের শব্দ। আবহের প্রণয়নে বেঁচে থাকা— ভালোলাগা, ভালোবাসা। সময়, আসলে, শুধুই নিবেদনে অপেক্ষা মাত্র।

বুঝতে পারি— সময় তোমার সীমা।
বুঝতে চাই— সময় তোমার প্রতীক্ষা। অন্তরালের অন্ধ দ্বারে বিস্তৃত ভিড়ের অপেক্ষা।
আবহের প্রণয়নে মিলে মিশে একই শৈশব সময়ের ঘরে— যদি ধরা পড়ে নতুন অপেক্ষার আবেদন।
 
পৃথিবীর সহিষ্ণুতায় জন্ম নেয় অপেক্ষার অবসান , পৃথিবীর পূর্ণতায় অপেক্ষা সবসময়ই আবহমান, একই শৈশব সময়ের ঘরে— নতুন করে প্রাপ্তি হোক অপেক্ষার উত্তরণ। ---


Rate this content
Log in

Similar bengali poem from Romance