STORYMIRROR

jayita bhattacharyya

Romance Classics Inspirational

4  

jayita bhattacharyya

Romance Classics Inspirational

"প্রেম যখন আদিম"

"প্রেম যখন আদিম"

1 min
319



"প্রেম যখন আদিম"

অজস্র বার তোমায় ভালবেসেছি। কখনও আদিমতার রপ, কখনও বা আলিঙ্গনের মোহে। তোমাকে ভালোবেসেছি অজস্র বার সমুদ্র সৈকতের ভিড়ে, কখনও বা অন্ধকার ঘরের জনশুন্য আবেগে ঘিরে উলঙ্গ প্রেমের বিস্তৃতে। 

...........আজ মরশুম বড় উথাল পাথাল। স্বপ্নের সম্পূর্ণ চৌকাঠ পেরিয়ে খুজে পেয়েছি তোমার আমার প্রেম মগ্ন খেলা। পৃথিবীর বুকে অতি প্রাচীন কাল থেকে সমুদ্র স্নাত প্রেমের ঢল নেমে আশা "আমার সাথে তোমার প্রেম"...... তুমি সুন্দর কে ভালোবাসো..... তাই তুমি মেতেছিলে আদিমতার সুখে আমার উষ্ণ স্তনবক্ষের মাঝে তোমার উষ্ণতায় ছড়িয়ে দিয়েছিলে আরও এক ধাপ এগিয়ে যাওয়া উলঙ্গ ভালোবাসা নগ্ন বাহুর প্রেম। 

.... নাহ! সমাজের সভ্যতার  বুকে এ কখনও কলঙ্কিত প্রেম হতে পারে না।  প্রেম যখন আদিম, নিখাদ ভালোবাসায় তুমি ভিজিয়েছিলে দুজনের অন্ধ-অন্তরঙ্গতা। আমি আজও তোমায় ভালোবাসি প্রেমের অপেক্ষায়। এক টুকরো বাক্ হীন...আলোহীন...প্রাচীন নীরবতায় নিঃশ্বাস এর ভাবের ঘরে তোমার প্রেম...মাথা থেকে পা অথবা শুরু থেকে শেষ। তোমার  উন্নত পৌরুষ প্রেমে আমায় দিও একটু প্রেম। তোমার সিক্ত ধারালো চুম্বন এর স্পর্শে কম্পিত আমার উষ্ণ ঠোঁটের সাথে ইতিহাসের খোদাই করা যোনি প্রেম "নারী পুরুষ এর পৃথিবী গড়ে তোলা"!!!!!

.............কলমে জয়িতা..........



Rate this content
Log in

Similar bengali poem from Romance