STORYMIRROR

Hasi Iqbal

Romance Others

3  

Hasi Iqbal

Romance Others

নক্ষত্র ফুল

নক্ষত্র ফুল

1 min
157


উজান বেয়ে নদী আসে সমুদ্রকে ছুঁতে 

রঙীন আতশবাজীর তরঙ্গ তোলে ঢেউ  

ভুখা মানুষের কান্না - লু-হাওয়ার তান্ডবে 

ঝলকে উঠে বড়লোকের ড্রয়িংরুম কিংবা বেডরুম ।

ক’ফোঁটা হাহাকার থেকে লক্ষ কোটি স্বপ্ন 

বন্য ফুলের গন্ধ নিয়ে আসে প্রজাপতির ডানার ।


আমার হাহাকার তোমার একাকিত্বকে ছুঁয়েছে কিনা জানিনা 

তবু ভালোবাসার ঔরসে জন্ম নেয়া বিনম্র শ্রদ্ধাঞ্জলী 

খোলস বদলিয়ে সাপেরাও হতে চায় ঘুঙুর পরা বিমুগ্ধ নারী ।

একাকীত্বের শতাংশ জুড়ে সোনালী সুতোয় বাঁধা সমুদ্র

তোমার অপার করুণার মধ্যে আমার বিস্তৃতি ।


এ্যাকুরিয়ামের খাঁচায় বন্ধি গোল্ড ফিস মধুস্রোতে

মৃত্যুসুধা পান করে গড়ে তোলে বিলুপ্ত করা অদ্ভুত জীবনযাপন। 

কাঁচের আয়নায় পৌরাণিক গল্পকথার মেঘেরা

আঁচড় কেটে নিমজ্জিত হবার প্রত্যাশায় ভিড় জমায় অহরহ 

শূন্য বৃন্তে শুভ্রকষধারা লোকালয় ছেড়ে হয়ে যায় নক্ষত্রফুল ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance