STORYMIRROR

Amaresh Biswas

Romance

3  

Amaresh Biswas

Romance

ভালবাসি

ভালবাসি

1 min
1.1K


সত্যি বলছি শোন-

আমি তোমায় ভালবাসি,

আমার হৃদয় তোমাতে করেছি সমর্পন।

তোমারে না দেখি হয় ব্যকুলিত

জানিও আমার মন।

তুমি বেড়া ঘেরা বাগানে প্রস্ফুটিত

একটি কুসুমকলি।

তোমার সৌরভ ব্যাকুল করে প্রান।

সদা জাগ্রত প্রহরী-

তাই ভীত হয়ে পিছিয়ে যাই।

তাই ভালো তুমি আপন বৃন্তে চিরকাল প্রস্ফুটিত রও

দূর হতে আমি করব প্রেম নিবেদন।

তোমার নয়নাকৃষ্ট পাপড়ি হাতের স্পর্ষে

মলিন করতে চাইনে।

মন প্রান সব তোমায় দিয়েছি উজাড় করে

প্রতিদানে চাই শুধু            

                                                                     

              কিছু নয়- একটু হাসি

সত্যি বলছি শোন

আমি তোমাকেই ভালবাসি।


Rate this content
Log in