STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational Others

4  

Nityananda Banerjee

Classics Inspirational Others

বেকারত্ব

বেকারত্ব

1 min
301

মনমরা ছেলে বালি খুঁড়ে রাস্তায়,

তৃষ্ণার জল চাই তার,

প্রত্যহ রাতে ঘুম এসে পস্তায় ,

ভাবনায় লালে লাল আঁখিধার ।

সামনের ফাল্গুনে বোনটার বিয়ে ;

বাবা বলে খাবি আর কতকাল,

দেখ যদি পারিস তো বোনটাকে দিয়ে ;

জ্বেলে নে জীবনের রঙমশাল ।

মা বলে ' আহা ! ওরে বাছা মোর ;

দিনরাত ঘেমে নেয়ে একশা ,

লেখাপড়া শিখে আজ একি দশা তোর ;

গরীবের ঘোড়া রোগ রিকশা।

দাদা বলে শোন ভাই ; এমনিতে লাভ নেই;

ইস্টিশনে বাটি নিয়ে বসে পড়,

বোন বলে 'ঠিকই কথা ; অনেকেই ;

এভাবেই টাকার পায়ে করে গড় ।

ছেলে ভাবে এই ভব সংসারে থাকলে ;

মরা ছাড়া আর যেন গতি নেই,

শ্মশানের লাশ হয়ে নাকীসুরে ডাকলে ;

পেয়ে যাবে চাকরিটা চিতাতেই।



Rate this content
Log in

Similar bengali poem from Classics