বেইমানি
বেইমানি


পলু কাঁচাপাকা চুলে , মেয়ে নয় মেয়েছেলে ;
আলো না ফোটা ভোরে , খুঁটে খুঁটে ফুল তোলে ।
আমসরা , বেলপাতা , দূর্বা তুলসীর গাদা
নীলকন্ঠ , দোপাটি , জবা , পদ্ম গোলাপী সাদা
আরো কিছু হরেকরকম।
মাটিলেপা গৃহে খড়ের ছাউনি ;
পঙ্গু শাশুড়ি , আর ছেলে দুইখানি
পলু নিয়েছে ভার নুন পান্তা জোটাবার,
ভাগ্যের মতো সে করেনি বেইমানি ।
কাদা ঠেলে হেঁটে যায় দুর দুর পথ ;
পলু জানে বোবা হলে ছোঁয়না না বিপদ ।
ভালো খাওয়া ভালো পরা কপালে যে নেই ;
পলু তাই মেয়ে নয় , মেয়েছেলে ভাই ।